
ছবি: সংগৃহীত
দেশের মানুষ তাদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে, আওয়ামী লীগ আর এ দেশে রাজনীতি করতে পারবে না—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘যে ভাইয়েরা রাজপথে নিজেদের জীবন দিয়েছে, তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্তও থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।’
আজ শনিবার বিকেলে, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার, নিবন্ধন বাতিল, এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আয়োজন করা হয়েছিল।
আখতার হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগের বিদায় কোনো শান্তিপূর্ণ ঘটনার মাধ্যমে হয়নি। হাজার হাজার মানুষের রক্তে ভেজানো রাজপথের মধ্য দিয়ে এই খুনি-ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমরা হয়তো পুনর্জন্ম নিতে পারি, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না। বাংলাদেশে যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার সাধারণ মানুষের জীবন বিপদে পড়েছে।’
তিনি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, ‘এটা আশ্চর্যজনক যে, সাত মাস পার হয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। অল্প সময়ের মধ্যে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যান এবং কর্মসূচি শেষ করেন।
শিহাব