
দোয়া ও ইফতার মাহফিলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শহিদুল ইসলাম বাবুল বলেন, হাসিনাকে ভয় পাই নাই আর আপনি তো কোন স্যার। তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষনা করেন। তা না হলে আমরা কঠোর হতে বাধ্য হব।
শনিবার (২২মার্চ) ফরিদপুর সদরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না। যাতে করে দল ছোট হয়। দয়া করে কেউ বিভেদ ছড়াবেন না। কারণ আগের রাজনীতি এখন আর চলবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারন করে বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। তারেক রহমানের রাজনীতি করি। আওয়ামী লীগের মধ্যে যারা লুটপাট করেছেন। দেশে আইন আছে। আইন অনুযায়ী তাদের বিচার হবে। আপনারা আইন নিজ হাতে তুলে নিবেন না।
তিনি আরও বলেন, যারা বিএনপির দুঃসময়ে পাশে ছিল। দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে। আপনারা যদি আমার পাশে থাকেন। তাহলে অবশ্যই এই এলাকাকে বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলবো। আমি আমার পরিবার ও বিএনপির নেতাকর্মীদের আলাদা করে দেখিনা।
শহীদ