ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

প্রশ্ন নাজমুল আশরাফের

আওয়ামী লীগের যারা অপরাধী নয়: তাদের কী হবে?

প্রকাশিত: ১৭:৩৬, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩৯, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগের যারা অপরাধী নয়: তাদের কী হবে?

ছবি: সংগৃহীত

জুলাই আগস্ট এর পরে আওয়ামীলীগ লীগ নতুন করে রাজনীতি করার অধিকার পেতে পারে কিনা? অনেকে বলছেন যদি তারা ক্ষমা চায় তাহলে নতুন করে রাজনীতি করতে পারে। সাংবাদিক নাজমুল আশরাফ কে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখানে কয়েকটি যুক্তি আছে, ১৬ বছর যারা দেশে গুম, খুন, হত্যা এবং রাহাজানির সঙ্গে জড়িত ছিল তাদের অবশ্যই সর্বোচ্চ বিচার এবং শাস্তি হওয়া উচিত। কিন্তু যারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল না তাদেরকে আপনি কোন আইনের আওতায় শাস্তি দিবেন? কিসের জন্য শাস্তি দিবেন?

আজ ২২ মার্চ (শনিবার) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এমন প্রশ্ন করেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ।

তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগকে পছন্দ করে, তাদেরকে সমর্থন করে বা ভোট দেয় আপনি তাদের রাজনৈতিক অধিকার হরণ করবেন কোন আইনে? আপনি একটা গণভোটের আয়োজন করতে পারেন কিন্তু সেটা হচ্ছে না। একদল এটা বলছে, আরেক দল আর একটা বলছে, এভাবেই চলছে। অর্থাৎ পুরো ব্যাপারটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমি কত ভালো বলছি বা কত খারাপ বলছি এগুলো নিয়ে প্রতিযোগিতা হচ্ছে।

 

ফারুক

×