ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বর্তমান রাজনৈতিক দলগুলো সব জনগণকে প্রতিনিধিত্ব করে না: সাংবাদিক নাজমুল আশরাফ

প্রকাশিত: ১৬:০৪, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৬:০৫, ২২ মার্চ ২০২৫

বর্তমান রাজনৈতিক দলগুলো সব জনগণকে প্রতিনিধিত্ব করে না: সাংবাদিক নাজমুল আশরাফ

ছবি: সংগৃহীত

টেলিভিশন টকশোতে সম্প্রতি বক্তব্য দিয়েছেন সাংবাদিক নাজমুল আশরাফ, যেখানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নাগরিকদের মতামত নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আপনি একজন নাগরিক হিসেবে যেকোন দাবি করতে পারেন, বা একটি রাজনৈতিক দল হিসেবে যেকোন দাবি তুলতে পারেন। তবে, এর মানে কি যে সেটি চূড়ান্ত এবং বাস্তবায়নযোগ্য হবে? নাকি আমাদের আরও ১৮ কোটি মানুষের, অন্যান্য রাজনৈতিক দল এবং নাগরিকদের মতামত ও অধিকারকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিতে হবে?"

তিনি আরও উল্লেখ করেন, "রাজনৈতিক দলগুলোর দাবি সবসময় জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে, তবে বর্তমান রাজনৈতিক দলগুলো সব জনগণকে প্রতিনিধিত্ব করে না। এর বাইরে অনেক দল আছে যারা এখন সক্রিয় নয়, তবে তাদের সমর্থকগণও একটি জনগোষ্ঠী।" তিনি প্রশ্ন তোলেন, "আমরা কি আসলেই দেশের সকল নাগরিকের ইচ্ছা এবং মতামত জানতে পারছি? আমরা নিজেদের মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি কি?"

এছাড়া, নাজমুল আশরাফ বলেন, "যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাদের দাবির একটি ন্যায্যতা আছে, তবে সেটি শুধুমাত্র একটি পক্ষ বা দলের ইচ্ছার ফল নয়। এটা সবার মতামতের ভিত্তিতে হওয়া উচিত।"

তিনি আরও মন্তব্য করেন, "প্রশ্ন হলো, সরকারের অবস্থান কী? সরকার কি এই বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করেছে? আমরা শুরু থেকেই শুনে আসছি, প্রধানমন্ত্রী ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত তার নেই। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, যা পশ্চিমা বিশ্বেও সমর্থিত হচ্ছে। তবে আওয়ামী লীগ ১৬ বছর যা করেছে, সেই দলটির রাজনীতি করার সুযোগ বা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখনও নিয়ে মতপার্থক্য রয়েছে।"

শেষে তিনি বলেন, "যতদিন পর্যন্ত সবার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত না হবে, ততদিন কোনো একক পক্ষের মত বা অবস্থান বাস্তবায়ন করার কোনো যুক্তি নেই।"

আবীর

আরো পড়ুন  

×