ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইযোদ্ধাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১৫:৪৭, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৫০, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইযোদ্ধাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

রাজু ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা আবারো সংঘটিত করেছেন প্রতিবাদ। তাদের মূল দাবি, ২০২৪ সালের গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আন্দোলনের নেতারা জানান, জুলাই আন্দোলন শুধুমাত্র নির্বাচনী উদ্দেশ্যে হয়নি, বরং এটি একটি বৃহত্তর ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম।

ওয়ারিয়র্স অফ জুলাই এর নেতারা স্পষ্ট ভাষায় বলেন, "আপনারা যদি মনে করেন, ২২ হাজার পরিবার আহত দেখে, হাসপাতালে ভর্তি আছেন এমন পরিস্থিতিতে আপনারা যা খুশি করবেন, তা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহীদ মিনারে আমরা যারা জুলাই যুদ্ধে শহীদ পরিবার, আমরা একটি বৃহত্তর গণজমায়েত করব।"

এরপর, রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান এবং তাদের কর্মসূচি সমাপ্ত করেন।

এদিকে, গণঅধিকার পরিষদ এর নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি তোলেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা বলেন, "এ সরকার পাঁচ বছরও ক্ষমতায় থাকুক, তাতে গণহত্যার বিচার হবে না। আওয়ামী লীগ একটি খুনি মাফিয়া এবং গণহত্যাকারী গোষ্ঠী।"

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রও চলছে।

আবীর

আরো পড়ুন  

×