ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ অযৌক্তিক: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৫:৩১, ২২ মার্চ ২০২৫

অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ অযৌক্তিক: মির্জা ফখরুল

জাতীয় ঐক্যমত কমিশনের প্রশ্নমালার কিছু অংশ নিয়ে আপত্তি জানালেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, কমিশনের প্রশ্নমালায় কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের সঙ্গে মিল পাওয়ায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে বিএনপি অযৌক্তিক মনে করে।

মির্জা ফখরুল বলেন, "এমন কোন পদক্ষেপ নেয়া যাবে না যা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে পারে।" তিনি জানান, জাতীয় ঐক্যমত কমিশন এমন এক প্রশ্নমালা দিয়েছে যেখানে শুধু 'হ্যাঁ' অথবা 'না' অপশন রাখা হয়েছে, যা তাদের মতামত সঠিকভাবে প্রকাশের সুযোগ দেয় না। বিএনপি সেই প্রশ্নমালায় কিছু সুপারিশের ব্যাপারে 'হ্যাঁ' অথবা 'না' এর পরিবর্তে দলীয় অবস্থান জানাবে।

তিনি আরও বলেন, "সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ প্রশ্নমালায় না রাখার বিষয়ে আমরা সমালোচনা করছি।" বিশেষ করে, সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা বিষয়গুলো স্প্রেডশিটে অন্তর্ভুক্ত করা হয়নি, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

মির্জা ফখরুল উল্লেখ করেন, কমিশনের প্রস্তাবনায় এমন সুপারিশ রয়েছে, যেখানে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। তিনি বলেন, "বিএনপি এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা জাতীয় ঐক্য ও গণঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।"

নিরপেক্ষ সরকার গঠনে বিএনপি মহাসচিব সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যাতে কোনো রাজনৈতিক মহলকে সুবিধা দেওয়া না হয়। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এবং উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে আসবেন।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=dce_2xNTj2E

 

রাজু

আরো পড়ুন  

×