ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

জুলাই আন্দোলনে নিহতদের ১ কোটি টাকা ও আহতদের চাকরি দিতে হবে: রাশেদ খান

প্রকাশিত: ১৩:৫৭, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৩:৫৯, ২২ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনে নিহতদের ১ কোটি টাকা ও আহতদের চাকরি দিতে হবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, জেলা ডিসির মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো প্রধান উপদেষ্টার কাছ থেকে কোন উত্তর আমরা পাইনি।আমরা শুনেছি,  তিনি বলছেন, আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আমি কোন দল নয় আওয়ামী লীগের একটা খুনি গণহত্যাকারী গোষ্ঠী। একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে ৩০ হাজার যশোর এবং দলের নেতাকর্মী খুন হয়েছে। ঠিক আমরা ২৪ সহ দেখলাম শেখ মুজিবের কন্যার ডাইনি শেখ হাসিনা তার নেতৃত্বে দুই হাজার ছাত্রের জন্য তাকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার ছাত্র জনতাকে আহত করা হয়েছে। তার এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে।

যারা গুরুতর আহত তাদের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আমাদের জীবনটা কি এখন এতটাই মূল্যহীন। একটা চোখের দাম কি এক লাখ টাকা। এদের চাকরি দিতে হবে এদের ভাতা দিতে হবে এদের পুনর্বাসন করতে হবে। যারা আহত হয়েছে কয়জনকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়েছে। শহীদ পরিবারকে ১ কোটি টাকা করে দিতে হবে।

সাজিদ

×