
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রায়েরবাজার বধ্যভূমিতে দোয়া পাঠ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এর পরপরই গণসংযোগ শুরু করবেন তারা।
এ সময় তারা ২০০৯ এর পিলখানা হত্যাকান্ড, ২০১৩ এর শাপলা চত্বর গণহত্যা, ২০২৪ এর জুলাই-আগস্ট গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের বিচারের দাবি জানান।
ইনকিলাব মঞ্চ তাদের গণযংযোগের অংশ হিসেবে আওয়ামী বিরোধী ও গণহত্যার দাবি সম্পর্কিত স্লোগান লেখা ব্যানার ব্যবহার করেছে। যেগুলোয় লেখা- ‘জান দেবো জুলাই দেবো না’, ‘খুনি লীগের পুনর্বাসন রুখে দাও জনগণ’, ‘সকল বেওয়ারিশ লাশ ও গণকবরের সন্ধান চাই’ ইত্যাদি।
মোনাজাতের এক অংশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ‘প্রত্যেক শহীদের পরিবারের জীবন তো জাহান্নাম হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা শহীদদের জন্য কিছুই করতে পারিনি। আমাদের রাষ্ট্র বড়ই দুর্বল। আমাদেরকে আমার রাষ্ট্রকে সেই তৌফিক দান করুন যেন আমরা আমদের শহীদদের জন্য একটা ইনসাফের রাষ্ট্র বানাতে পারি।’
মুমু