
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তূষার সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ মন্তব্যটি করেছেন:
"নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয়নি। বরং নির্বাচনকেন্দ্রিক যে রাজনীতি ছিল ৭ জানুয়ারির আগে, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হওয়ার পরে যখন কোনো আশা ছিল না... এখন তো বলা যাচ্ছে যে আমরা একটা ধারাবাহিক সংগ্রামের ভেতর ছিলাম, একটা পর্যায়ে এসে ছাত্ররা জিতে গেছে। এখন বলা যাচ্ছে।
কিন্তু জানুয়ারির পরে যত জায়গায় কথা বলেছি, বিএনপি সহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি ও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিল যে এই সরকারকে সরানো যাবে না। তারা বলেছিল, "আমরা ব্যর্থ।"
তারপর জুলাই মাসে কোটা সংস্কারের ইস্যুতে নতুন করে একটা আন্দোলন গড়ে ওঠে, তারপর গণঅভ্যুত্থান ঘটে। এবং বাংলাদেশের ইতিহাসে বারবার যা হয়েছে, ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছে—এবারও তাই হয়েছে।
এই সরল সত্যটা আমরা স্বীকার করতে চাইছি না। এমনকি রিজভী সাহেবও প্রথম দিকে বলেছিলেন, "ছাত্ররাই আমাদের বাঁচিয়ে দিয়েছে।" এখন তার কথার সুর বদলেছে—এটাও আমরা বুঝতে পারি
কানন