ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ছাত্র উপদেষ্টারা কমিটমেন্ট রাখতে পারেননি : রাশেদ

প্রকাশিত: ১১:০৯, ২২ মার্চ ২০২৫

ছাত্র উপদেষ্টারা কমিটমেন্ট রাখতে পারেননি : রাশেদ

ছবি:সংগৃহীত

গণপরিষদ দলের সাধারণ সম্পাদক একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "আমরা আমাদের বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরেছি। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান কী, সেটিও আমরা জানতে চাই।" তিনি আরও উল্লেখ করেন যে, তিনজন ছাত্র উপদেষ্টার মধ্যে শুরুতে দুইজন এবং একজন বিশেষ সহকারী ছিলেন। পরে একজন পদত্যাগ করায় তথ্যমন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, "তারা আসলে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন? তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগের নিবন্ধন বিলুপ্ত করবেন এবং বাংলাদেশের সামগ্রিক চিত্রের পরিবর্তন করবেন। এছাড়া তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশেষ করে নাহিদ ইসলাম, যিনি গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন, তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু তারা তাদের প্রতিশ্রুতির মধ্যে কোনোটিই রাখেননি।"

 

 

তিনি আরও বলেন, "রাষ্ট্র সংস্কার না করেই, গণহত্যার বিচার না করেই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করেই তিনি পদত্যাগ করে একটি দলের দায়িত্ব নিয়েছেন। একটি দল কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় গঠিত হয়, একদিনে বা এক সপ্তাহে হয় না।" তিনি গতকালের একটি টেলিভিশন টক শোর উদাহরণ টেনে বলেন, "সেখানে রাফে সালমান রিফাত নামের একজন, যিনি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, তিনি বলেছেন যে এই সিদ্ধান্তগুলো হেয়ার রোডের বাসা থেকে আসত।

 

 

 

এখন হেয়ার রোডের বাসিন্দা কারা, আমরা সবাই জানি। এর মানে কী? এর মানে হলো, এই দলটি সরকার ঘনিষ্ঠ বা সরকারের আশীর্বাদপুষ্ট একটি দল। তাই এই দল নিয়ে মানুষের সমালোচনা ও আলোচনা থাকবেই। কারণ, গণঅভ্যুত্থানে আমরা সবাই অংশ নিয়েছি। এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা না করেই, গণহত্যার বিচার না করেই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করেই তিনি পদত্যাগ করে পার্টির দায়িত্ব নিয়েছেন, তাহলে বাকি দুইজনের কাজ কী? বাকি দুইজন এবং যিনি পদত্যাগ করেছেন, তারা একই নেক্সাসের, একই গোত্রের। সুতরাং, একজন যদি পদত্যাগ করে পার্টি গঠন করেন, তাহলে বাকি দুইজনও এই পার্টির উদ্দেশ্য সেবা করার জন্যই কাজ করবেন। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।"
 

আঁখি

×