ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

গনহত্যার দ্বায় স্বীকার করলে আলোচনা হতে পারে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ০৯:০২, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০৯:০৪, ২২ মার্চ ২০২৫

গনহত্যার দ্বায় স্বীকার করলে আলোচনা হতে পারে: হাসনাত আবদুল্লাহ

ছবি:সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সম্প্রতি এক বক্তব্যে বলেন, "ওই যে একটা গণহত্যা চালাইছে, এটা তো অপরাধই স্বীকার করে নাই। অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না।" 

 

 

তিনি আরও বলেন, "সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে। আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেয়া ছিল, ডিসক্লোজ ওখানে করা হয়েছে। ডিরেক্ট স্পিচ আছে, যেখানে আমাদের কনভারসেশনটা কি হয়েছে, কি আসছে, আমাদের পাশ থেকে হয়েছে। এই ঈদে জামাত এক্সেসরি ডিসকাউন্ট কমিটি কিনা শেখ হাসিনার কাছে না, সেটা অপরপক্ষ বলতে পারবে। আপনি যে পোস্ট লিখেছেন, যে পোস্টের যতটা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে, সেটা কি আমাদেরকে জানানো যাবে? আপনারা ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে।"

 

 

হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, "আমরা বলেছি যে, এক্ষেত্রে দেখেন ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বারবার আমরা বলছি। এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় রিগ্রেট ফিল করছে কি না, সেটা আপনারা দেখছেন। গণহত্যা চালাইছে, এতো অপরাধ স্বীকার করে নাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে। তাকে দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে। অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, এটাও সম্ভব না।"

 

 

তিনি আরও বলেন, "৫ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ—এই তিনটাই এখন অপ্রাসঙ্গিক। এটাকে যদি বিদেশী ষড়যন্ত্র অথবা দেশের কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা ছাত্র, সাধারণ মানুষের কাছে কমিটেড। আমরা ছাত্র-নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুণ, খুন, হত্যার শিকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছেও কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশী কর্তৃপক্ষ বা কারো কাছে আমরা কমিটেড নই।"

 

 

হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং বিচার দাবির পাশাপাশি রাজনৈতিক আলোচনার পূর্বশর্ত হিসেবে অপরাধ স্বীকার ও দায়মুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। তার মতে, আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ এখন অপ্রাসঙ্গিক, এবং কোনো ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টার মুখে সাধারণ মানুষ ও ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন।

সূত্র:https://youtu.be/psqahJkEvt0?si=P4KJVgm31qRQIXOC

আঁখি

আরো পড়ুন  

×