
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ঐ ওয়ান ইলেভেনের কুশীলবরা সেদিন আমাদের চরিত্র হননের চেষ্টা করেছিলো। আপনারা জানেন, তারেক রহমানকেও তারা জঙ্গি বানানোর চেষ্টা করেছিলো। আজকে সব মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।”
তিনি আরও বলেন, “এদেশের জনগণ, বৈষম্যবিরোধী ছাত্ররা ফ্যাসিস্টকে বিদায় করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো, সেই গণতন্ত্রকে আবার নতুন করে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।”
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কানন