ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

নিশ্চিত রাজনৈতিক সংঘাতের দিকে দেশ : আবু হেনা রাজ্জাকী

প্রকাশিত: ০৬:৩৮, ২২ মার্চ ২০২৫

নিশ্চিত রাজনৈতিক সংঘাতের দিকে দেশ : আবু হেনা রাজ্জাকী

ছবি:সংগৃহীত

আবু হেনা রাজ্জাকী এডভোকেট, সুপ্রিম কোর্ট, একটি বেসরকারি টিভি চ্যানেলে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ৫ই আগস্টের পর প্রথম দিকে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে আবার দূরত্ব তৈরি হয়েছে। কিছু দল বা গোষ্ঠী সরে যাচ্ছে।

 

 

তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে সরানোর পর কোনো সুবিধা হয়নি, কিন্তু যখন রাষ্ট্রপতিকে অপসারণের কথা উঠল, তখন একটি বড় দল থেকে বার্তা এলো যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সরানোর পর কোনো সংকট তৈরি হয়নি, তাই রাষ্ট্রপতির ক্ষেত্রেও তা হতো না। তবে তিনি মনে করেন, বড় দলটির এই ধরনের বক্তব্য না দেওয়াই ভালো ছিল।

 

 

আবু হেনা রাজ্জাকী আরও বলেন, জামাতের সাথে ঐক্যমত তৈরি হবে না, কারণ জামাত জানে যে নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত এবং সেক্ষেত্রে জামাত আউট হয়ে যাবে। তিনি ইউনুস সরকারের সমর্থনের অভাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি সরকারের কোনো না কোনো রাজনৈতিক সমর্থন থাকে, কিন্তু ইউনুস সরকারের সেই সমর্থন নেই। ছাত্ররা ইউনুস সাহেবের পাশে থাকবে, কিন্তু জামাতের সমর্থন সরকারের উপর নির্ভর করছে।

 

 

তিনি সতর্ক করে বলেন, বিএনপি যখন নির্বাচনের দাবিতে মাঠে নামবে, তখন সংস্কারের দাবি নিয়ে একটি নিশ্চিত সংঘাতের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। তবে তার মতে, ঐক্যমত প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আঁখি

×