ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

"শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগকে ধ্বংস করেছেন" – সোহেল তাজ

প্রকাশিত: ০১:৫৯, ২২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগের বর্তমান অবস্থার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীরাই দায়ী। চ্যানেল আইতে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, "স্বৈরাচার গড়ে ওঠার পেছনে একদল সুবিধাভোগী থাকে, যারা একে অপরের সহায় হয়ে ওঠে। ২০০৯ সালে শেখ হাসিনা তার নেতাকর্মীদের বলেছেন দুই হাতে টাকা কামাতে, যা আমি নিজ চোখে দেখেছি। তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে কীভাবে দুই হাতে টাকা বানানো যায়?"

তিনি আরও বলেন, "যখন কেউ দুই হাতে টাকা কামাচ্ছেন, তখন ডিজিএফআই-এর মাধ্যমে সমস্ত তথ্য উপরে পৌঁছে যাচ্ছে। ফলে, তাদের কথার বাইরে গেলে বিপদে পড়তে হয়। এভাবেই সংগঠনটি পরিচালিত হচ্ছে।"

শেখ হাসিনার ক্ষোভ প্রসঙ্গে তিনি দাবি করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জাতির নীরবতা নিয়ে শেখ হাসিনার অসন্তোষ রয়েছে। বিশেষ করে জাতীয় চার নেতার পরিবারের প্রতি তার ক্ষোভ স্পষ্ট। আওয়ামী লীগে তাজউদ্দিন পরিবার ও শেখ পরিবারের প্রয়োজন থাকলেও, দলের অভ্যন্তরে জাতীয় চার নেতার পরিবারের প্রতি রাগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

সূত্র : https://www.facebook.com/share/v/154er5ZphB/

আসিফ

×