ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়: নাহিদ

প্রকাশিত: ০১:৪৬, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০৪:৫১, ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়: নাহিদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগ। সাম্প্রতিক এক বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কোনো গনতান্ত্রিক দল নয়।

 
আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলসহ দলটিকে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে।

তিনি আরও বলেন, আমরা ১৯৭১ সালের গণহত্যার বিচার চাই। কিন্তু সেই বিচার আজও সম্পন্ন হয়নি। এটি আমাদের পুরাতন প্রজন্মের ব্যর্থতা। একই ধরনের অন্যায় যাতে আর না ঘটে, সেজন্য আওয়ামী লীগের বিচার হওয়া জরুরি।

নাহিদ ইসলাম মনে করেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র সরকার, রাজনৈতিক দল এবং জনগণের রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সেনাবাহিনীর এ বিষয়ে কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই।

নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করেছেন, তা গ্রহণযোগ্য। তবে, নির্বাচনের আগে বিচার ও রাজনৈতিক সংস্কারের ধাপগুলো সম্পন্ন করা জরুরি বলে তিনি দাবি করেন।

শিলা ইসলাম

×