ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ০১:৩৫, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০১:৩৯, ২২ মার্চ ২০২৫

আ.লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে ২১ মার্চ এক বিবৃতিতে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে ঢাকা মহানগর এনসিপি’র বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।


ঘোষণায় বলা হয়, “গুম,বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে গণহত্যাকারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার,দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল ২২ মার্চ,বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি,ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে এনসিপি’র সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো।”


উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট করেন।

 


 

আফরোজা

আরো পড়ুন  

×