ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

‘তোমাগো থুইয়া গেছে পালাইয়া, সাহস থাকলে বাংলাদেশে থাকতো’

প্রকাশিত: ০১:১৫, ২২ মার্চ ২০২৫; আপডেট: ০১:১৬, ২২ মার্চ ২০২৫

‘তোমাগো থুইয়া গেছে পালাইয়া, সাহস থাকলে বাংলাদেশে থাকতো’

আ’লীগের সমর্থনে মিছিলে স্থানীয়দের  ধাওয়ায় যুবলীগের নেত্রীসহ তিনজনকে আটক করার পর স্থানীয়রা তাদের উদ্দেশে বলে,‘তোমাগো থুইয়া গেছে পালাইয়া, সাহস থাকলে বাংলাদেশে থাকতো’।


রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। 


মিছিলে ধাওয়া দিয়ে যুবলীগ নেত্রীসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সূত্র: https://tinyurl.com/26eercuu

আফরোজা

×