ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আ.লীগের নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, ঘুড়ি উড়ে বাংলাদেশে: মাহফুজ আলম

প্রকাশিত: ০০:০০, ২২ মার্চ ২০২৫

আ.লীগের নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, ঘুড়ি উড়ে বাংলাদেশে: মাহফুজ আলম

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে আওয়ামী লীগ ও তাদের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।


মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগের প্রশ্নে কোন ছাড় নয়। আওয়ামী লীগ কোন দেশীয় শক্তি নয়। এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটা শক্তি। এই নিয়ন্ত্রণ এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর, ঘুড়ি উড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “৭২, ৭৩, ৭৪ সালের আওয়ামী লীগের ক্ষমতার যেই অপব্যবহার সেটা আপনারা দেখেছেন, এখন কথা উঠছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোন দুধে ধোয়া তুলসি পাতা না।”


মাহফুজ আলম বলেন, “আমাদের সরকার থেকে সংস্কার এবং বিচারের যে পদক্ষেপ আছে সেটা সম্বন্ধে আপনারা জানেন। আমি মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রের গঠনের জন্য একটি অপূর্ব সুযোগ এসেছে। এবং এই সুযোগ এখনো নষ্ট হয়ে যায়নি যদি না আমরা আমাদের অন্তকোন্দল, আমাদের অভ্যন্তরীণ শক্তিগুলোর মধ্যকার বিভেদ এবং আমাদের ভিতরকার অন্তর্দন্দ আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই।”


তিনি আরও যোগ করেন, “আওয়ামী লীগ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। ফলে আমাদের এখনকার প্রয়োজন হচ্ছে সকল দল মত নির্বিশেষে যাদেরই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, ছাত্ররা, নাগরিক শক্তিসমূহ, রাজনৈতিক দলের কর্মী বৃন্দ নারী-পুরুষ নির্বিশেষে, ধর্মনির্বিশেষে আলেম ওলামা, সকল অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কার ও বিচারের প্রশ্নে কোন ছাড় দেওয়া যাবে না।”


মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগ এমন একটি শক্তি যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে, এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি কাল হয়ে দাঁড়াবে। প্রথম বাকশাল, প্রথম মুজিববাদ, প্রথম রাজনৈতিক বিকাশ ঘটেছিল শেখ মুজিবের আমলে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, ধর্ষণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে। এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে কোন শুদ্ধ আওয়ামী লীগ নেই।”


তিনি আরও জানান, “আওয়ামী লীগ মূলতই একটি ফ্যাসিবাদী অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন, আওয়ামী লীগ কোন দেশীয় শক্তি নয়। এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড একটা শক্তি।”


মাহফুজ আলম শেষ করে বলেন, “ফলে আমরা বলব যে এই ৭২, ৭৫ এ যেভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল। গত ১৬ বছরে যেই ঘটনা ঘটানো হয়েছে, আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে, এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি।”


তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মনে রাখতে হবে এই বিজয় রাজনৈতিক এবং সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি, তাহলে আওয়ামী লীগ ফেরত আসবে। আর আওয়ামী লীগ ফেরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী, ছাত্রদের কারোরই স্বাধীনতা এবং নিজেদের জানমালের নিরাপত্তা থাকবে না।”


“এ কারণে, আপনারা যে কোন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা।”


নির্বাচন হবে সঠিক সময়ে বলে তিনি নিশ্চিত করে তিনি জানান,“এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটি টাইমলাইন দেওয়া আছে। ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন এবং ১৬ বছর পরে বাংলাদেশের নির্বাচন হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাকে মনোনয়ন দিতে চান, যাকে নির্বাচিত করতে চান, তাদেরকে সংসদে পাঠাবেন।”


সূত্র: https://tinyurl.com/yr4fekh7

আফরোজা

×