ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হলে লাশের ওপর দিয়ে যেতে হবে: রাফি

প্রকাশিত: ২৩:৪২, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৪২, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হলে লাশের ওপর দিয়ে যেতে হবে: রাফি

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হলে ‘লাশের ওপর দিয়ে যেতে হবে’।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে তালাত মাহমুদ রাফি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় দেরি হলে আবারও জুলাইয়ের ঘটনা ঘটবে। ৫ অগাস্ট লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে প্রমাণিত হয়েছে যে, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আমাদের সংগ্রাম কঠিন, তবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

এর আগে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো পরিকল্পনা করছে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

এদিকে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ক্যান্টনমেন্টে এক বৈঠকে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে আলোচনা হয়, যেখানে তিনিও উপস্থিত ছিলেন। তবে তিনি ও তার সংগঠনের নেতারা এই বিষয়ে সমর্থন জানাননি। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এই প্রেক্ষাপটে চট্টগ্রামের সমাবেশে তালাত মাহমুদ রাফি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “আমরা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে আপনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি, সুশীলতা দেখানোর জন্য নয়। আপনার মূল দায়িত্ব আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, তাদের পুনর্বাসন করা নয়।”

তিনি আরও বলেন, “সরকারের দায়িত্ব আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যকর করা। যদি তাদের রাজনীতিতে ফেরানো হয়, তাহলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ বলেন, “সাত মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আমাদের জীবন দিয়েছি, সহযোদ্ধাদের হারিয়েছি। যতদিন পর্যন্ত ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত না হবে, আমাদের সংগ্রাম চলবে।”

সুত্র : https://www.facebook.com/share/1DKnFAkjQs/

আসিফ

×