
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। দলে কিছু ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু দল বা প্রতিষ্ঠান নিজেই খারাপ নয়। আওয়ামী লীগ একটি গাড়ির মতো, যার চালক খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা নিজেই তো খারাপ নয়।’
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন, তা ছিল ফ্যাসিবাদী আচরণ। তিনি জোরপূর্বক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর একাংশকে বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। কাউকে জোর করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আবার কাউকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করা হয়েছে। দেশের একটি বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না, বরং সামনে আরও সংঘাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি এমন কিছু কার্যক্রমে উৎসাহ দিচ্ছেন, যা রাজনীতির নামে লুটপাট। পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, তাদের অকার্যকর করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ও বিচার ব্যবস্থার অপব্যবহার চলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যা পুনর্গঠন করা সহজ হবে না।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আসিফ