ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বিএনপি ও তারেক রহমান রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:২৩, ২১ মার্চ ২০২৫

বিএনপি ও তারেক রহমান রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রিন্স

ছবি: সংগৃহীত

বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন গণহত্যাকারী, গণশত্রু আওয়ামী লীগকে নিয়ে চলমান আলোচনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ছাত্র গণঅভ্যুত্থানে রক্তের বন্যায় আওয়ামী লীগ ভেসে গেছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এই আলোচনা অভ্যুত্থানে শহীদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক হয়ে গেছে । 

শুক্রবার বিকেলে হালুয়াঘাট পৌর বিএনপির ৭, ৮, ৯ নং ওয়ার্ড শাখার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলের অংশ হিসেবে হালুয়াঘাটে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আজিজ খান এর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব ,যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন, শামসুল আলম শামস, মনিরুজ্জামান স্বাধীন, সিদ্দিক হোসেন মোল্লা, আনোয়ার হোসেন এবং শেরপুর জজ কোর্টের পিপি আব্দুল মান্নান, ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন বাবু বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারের পরিবর্তে আওয়ামী লীগের রাজনীতি করা বা না করা নিয়ে এই আলোচনা শহীদের রক্তের সাথে প্রতারণা এবং ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বেমানান। এই অনাকাঙ্ক্ষিত আলোচনা ফ্যাসিবাদকেই উৎসাহিত করবে । 

তিনি আন্দোলনের সকল শক্তির প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন আন্দোলনের শক্তির মধ্যে অনৈক্যে দেশে মহা সঙ্কট সৃষ্টি হতে পরে । 

ইফতার মাহফিলে এমরান সালেহ প্রিন্স অতি দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, একমাত্র নির্বাচিত জনগণের সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা সম্ভব ।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা উল্লেখ করে বলেন আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। এই রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তনের লক্ষ্যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী।

আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও জাতির কল্যাণে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করবে। 

তিনি বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপি দেশ ও জনগণের রাজনীতি করে। তিনি সকলের প্রতি বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানান। 

তিনি বলেন বিএনপি এ দেশে বহু দলীয় গণতন্ত্র, আইনের শাসন ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও বিএনপি জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করে এই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলবে এবং রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তন আনয়ন করবে।

আবীর

×