ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

‘গণহত্যাকারী আ. লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

প্রকাশিত: ২১:২৩, ২১ মার্চ ২০২৫; আপডেট: ২১:২৩, ২১ মার্চ ২০২৫

‘গণহত্যাকারী আ. লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের। তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

এ সময় আগামীকাল শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই অবৈধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

এবি জুবায়ের বলেন, “সাত-আট মাস পার হয়ে গেছে, অথচ আজও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। সরকারের উচিত ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা এত বড় গণহত্যা চালানোর পরও কোনো অনুশোচনা নেই। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই। আমরা জনগণের পক্ষে আছি। প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, দেশের মানুষ রায় দেবে। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না।”

সমাবেশে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

মো. মহিউদ্দিন

×