ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২১:০৯, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগের পুনর্বাসনে ষড়যন্ত্র চলছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের প্রেক্ষিতে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার মন্তব্যে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরেন এবং সেনাপ্রধানের আপত্তি সম্পর্কে বিস্তারিত জানান।

আসিফ মাহমুদ বলেন, "ছয় তারিখ আমাদের আর্মির সাথে একটা বৈঠক হয়েছিল। এতে তিন বাহিনী প্রধানসহ রাষ্ট্রপতির সাথে প্রায় চার ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল বিষয় ছিল, সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নিয়োগ নিয়ে একাধিক আপত্তি। সেনাপ্রধান বারবার বলছিলেন, 'ডক্টর ইউনূস কেন? কেন অন্য কেউ নয়?' তিনি এও বলেছিলেন, 'ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড ব্যক্তিরা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে কীভাবে?'"

তিনি আরো বলেন, "সেনাপ্রধান তখন স্পষ্টভাবে বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।' কিন্তু আওয়ামী লীগ তো ডক্টর ইউনূসকে একেবারে অপছন্দ করে। তখন আমরা তাকে জানাই, 'আওয়ামী লীগ এখন আর আমাদের জন্য উদ্বেগের বিষয় নয়। আমরা আওয়ামী লীগকে পরাজিত করেই এই প্ল্যাটফর্মে এসেছি এবং এখানে আমরা বসেছি।' সেনাপ্রধান তখন আমাদের বলেছিলেন, 'আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।'"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=fzzQ5778Y08

আবীর

×