
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "গণহত্যার বিচার শেষ হলে এবং জনগণ ক্ষমা করলে তবেই আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে।" তিনি অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হলেও, গণহত্যার বিচার নিয়ে কখনো কথা হচ্ছে না।
আজ সকালে রাজধানীর দক্ষিণখানের মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান। রিজভী বলেন, "গণহত্যার বিচার এক্ষুনি হওয়া উচিত, তা না হলে এদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।"
অনুষ্ঠানে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকও বক্তব্য রাখেন। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বললেও, গত ছয় মাসে কোনো দৃশ্যমান সংস্কার দেখা যায়নি।" তিনি সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ এখনও অনিশ্চিত।
এই মন্তব্যে রিজভী ও আমিনুল হক সরকারের নীতির সমালোচনা করে আরও গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=qZo9ZlpxvHA
আবীর