ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

রমজান হলো আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের মাস: তারেক রহমান

প্রকাশিত: ২০:৫৩, ২১ মার্চ ২০২৫

রমজান হলো আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের মাস: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীতে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমান পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং বলেন, রমজান হলো আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের মাস। তিনি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে সুশীল সমাজ এবং পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র এবং রাজনীতির উন্নতির জন্য পেশাজীবীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। তারেক রহমান দেশে গণতান্ত্রিক সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দেশে রাজনৈতিক সংস্কার না হলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে না। দেশের নির্বাচনী ব্যবস্থায় গুণগত পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আবীর

×