ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ২১ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ঢাকা কলেজের হলপাড়ায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটি হলপাড়া ঘুরে কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় তারা 'এ্যাকশন টু এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন', 'আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'ফ্যাসিস্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'হলে হলে খবর দে, আওয়ামী লীগের কবর দে', 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', 'আপস না সংগ্ৰাম? সংগ্ৰাম সংগ্ৰাম' ইত্যাদি বলে স্লোগান দেন।

ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিব বলেন, "এই বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই। যারা এদেশের মানুষকে দিনের পর দিন নির্যাতন বরেছে, আয়না ঘর তৈরি করে শত শত পরিবারকে ধ্বংস করেছে তাদের ঠাঁই হবে না। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের সবাইকে বিচার করতে হবে। আর তা যদি না হয় আমরা আবারও রাজপথে নামবো, দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত আমরা।"

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার মুখপাত্র আশরাফুল ইসলাম বলেন, "আমরা স্পষ্ট ভাষায় বলছি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। ১১ই মার্চে কয়েকটি দল আওয়ামী লীগকে শর্তসাপেক্ষে নির্বাচন করার অনুমতি দিয়েছে। যে কোন শর্ত বা বিনিময়ের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন করার অনুমতি দেওয়া শহীদদের রক্তের সাথে বেইমানি করা। ২র এর সৈনিকরা এটা কখনো মেনে নিবে না। আমরা সরকারকে আহ্বান করছি অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি তাদের নিষিদ্ধ করা না হয় তাহলে ছাত্রসমাজ আবার প্রতিরোধ গড়ে তুলবে।"

আবীর

আরো পড়ুন  

×