
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ফ্যাক্ট, এই ফ্যাক্টকে মেনেই এবং তাদের সাথে নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আজ শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, '২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে '৭১ বিবেচনায় বিভাজন কাম্য নয়।' বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজনীতি করতে পারলেই কেবল জন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তিনি।
এছাড়া, এনসিপির এই যুগ্ম সমন্বয়ক ফ্যাসিবাদী খুনী ও ভারতপন্থী রাজনৈতিক শক্তিকে বর্তমানে এদেশে পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চলছে উল্লেখ করে সবাইকে বিভাজন বাদ দিয়ে একতার আহ্বান জানান।
সূত্র: https://www.facebook.com/share/15uU7Nq5nv/
রাকিব