ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

নির্বাচন পিছিয়ে যাবে এ শঙ্কার কথা বলে কেউ আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৬:৫০, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৫১, ২১ মার্চ ২০২৫

নির্বাচন পিছিয়ে যাবে এ শঙ্কার কথা বলে কেউ আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া আজ (২১ মার্চ) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, “নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে—এ ধরনের শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।”

তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বারবার বলেছেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও তিনি আশ্বস্ত করেন। ফলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

পোস্টে তিনি আরও বলেন, ‘গণহত্যাকারী দল’ হিসেবে আওয়ামী লীগকে জাতিসংঘের একটি প্রতিবেদনে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

সায়মা ইসলাম

×