
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের কৌশল নিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের সমর্থকরা যদি নির্বাচন অংশগ্রহণের জন্য ক্ষমা চান, তবে তারা তাও অংশগ্রহণ করতে পারবেন না। তাঁর ভাষ্য, সরকারকে ঘিরে কিছু লোক দেশের স্বার্থের বিপরীতে তাদের স্বার্থ অর্জনের জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে, যা দেশের জনগণ ও জাতির জন্য বিপজ্জনক হতে পারে।
এসময়, মির্জা ফখরুল বলেন, "তারা যদি কোনও কৌশল অবলম্বন করতে চান, তবে আমরা তা হতে দেব না। জনগণও তা মেনে নেবে না।" তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আওয়ামী লীগ যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য কোনও নতুন পরিকল্পনা নেয়, তবে তা দলীয় সমঝোতা নয়, বরং দেশের জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। "তাদের এই কৌশল যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না," বলেও তিনি মন্তব্য করেন।
এ বক্তব্যে তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা ও রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের ভূমিকার প্রতি তীব্র প্রতিবাদ জানান।
সূত্র ঃ https://www.facebook.com/share/v/1AHS7z15h2/
রাজু