
ছবি: সংগৃহীত
নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক এবং নেত্র নিউজ এর প্রধান সম্পাদক তাসনিম খলিল ফেসবুকে এক পোস্ট করে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সরকারের উপর তীব্র প্রশ্ন তুলেছেন।
তিনি লিখেছেন, "ডিসেম্বরে নির্বাচন হলে আওয়ামী লীগ কতটি সিটে প্রার্থী দিতে পারবে? ক্যাঁচাল না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং জনগণের ভোটাধিকার তাদের হাতে ফিরিয়ে দিন।"
তাসনিম খলিলের মতে, সরকার নির্বাচনের ব্যাপারে নানা অজুহাত তুলে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে। তিনি নির্বাচন পেছানো এবং ভোটাধিকার নিয়ে সীমাবদ্ধতা আনার অভিযোগ করেছেন, যা দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
ফেসবুকে তার পোস্টে তিনি এও বলেন যে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কতটি সিটে প্রার্থী দিতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
আবীর