
জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, "রাষ্ট্রের বিদ্যমান কাঠামো সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না।" তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে গঠন হতে হবে জাতীয় ঐক্য, যা দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
এ বিষয়ে বদিল আলম মজুমদার উল্লেখ করেন, "দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।" তিনি দাবি করেন, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার করা হলে তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
রাজধানীর সিরিডা মিলনায়তনে আয়োজিত "রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা" শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা জানান, অতীতে যেসব সাংবিধানিক সংশোধনী করা হয়েছে তা মূলত ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের স্বার্থে ছিল। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের এখতিয়ার কারো নেই, আর এই পরিবর্তন কলমের খোঁচায় সম্ভব নয়।
আলী রীয়াজ বলেন, "গণতন্ত্রের সঠিক চর্চা না হওয়ার ফলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছে।" তিনি সতর্ক করে বলেন, "স্বৈরতন্ত্র মোকাবেলা না করতে পারলে আবারও দেশে দুঃশাসন ফিরে আসবে।" তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, তা অক্ষুণ্ণ রেখে সঠিকভাবে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়।
এদিকে, বদিল আলম মজুমদার নির্বাচনী ব্যবস্থার অবক্ষয়ের বিষয়ে বলেন, "নির্বাচন কমিশনের জবাবদিহিতা না থাকার কারণে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।" তিনি দাবি করেন, "টাকার খেলা বন্ধ করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে।" তবে তিনি সতর্ক করেন, "নির্বাচনকালীন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।"
বৈঠকে উপস্থিত আলোচকরা একমত হন যে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সূত্র ঃ https://www.youtube.com/watch?v=viO69zB44FA
রাজু