
আওয়ামী লীগকে কোনোভাবেই ইলেক্টোরাল পলিটিক্সে (ভোটের রাজনীতি) ফিরতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন লেখক এ্যক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।
শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ভালো আওয়ামী লীগ কী জিনিস আমি জানি না - যদি কিছু থেকে থাকে - তারা অবসরে যাবে। নিরপরাধ আওয়ামী লীগের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কর্তব্য এবং আমরা সেটা অবশ্যই করবো। দরকার হয় - তারা ইউটিউব করবে, ফেইসবুক করবে। কিন্তু ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যাবে না।
এই খুনিদের দল পুরা সিস্টেমকে ধ্বংস করেছে এবং করবে। অন্তর্বর্তী সরকারের পারফর্মেন্স খুব ভালো না - কিন্তু তাও সেটা ইনফিনিটলি বেটার দেন আওয়ামী লীগ।
আপনাদের কাজ আওয়ামীদের বিচার করা। আপনারা প্রপার বিচার করুন ও শাস্তির আওতায় আনুন।
কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগকে ইলেক্টোরাল পলিটিক্সে ফিরিয়ে এনে নর্মালাইজ করা যাবে না। এই চেষ্টাও আপনারা করবেন না।
মিলিটারি, সরকার, বিএনপি, জামাত! আপনারা ভুলেও এই রেড লাইন অতিক্রম করবেন না। আপনাদের নিজেদের প্রতিষ্ঠান দুই ভাগ হয়ে যাবে।
আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের জানমালের মূল্য আমাদের যে কারো সমান - তারা ভিন্ন কোনো দলও করতে পারবে। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ নামে এলেকশান করতে পারবে না। এই কনসেনসাস যদি আপনারা না মানেন - দেশ প্রপার সিভিল আনরেস্টে যাবে।
সাজিদ