ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ববি হাজ্জাজ

আ. লীগকে পুনর্বাসনের ‘প্রকল্প’ রক্তের বিনিময়ে প্রতিহত করব, এখানে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নেই

প্রকাশিত: ১৩:০৮, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২২, ২১ মার্চ ২০২৫

আ. লীগকে পুনর্বাসনের ‘প্রকল্প’ রক্তের বিনিময়ে প্রতিহত করব, এখানে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নেই

ছবি: সংগৃহীত।

জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে বক্তব্য দেন।

ববি হাজ্জাজ লিখেছেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটি নবদিগন্তের সূচনা হয়েছিল। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই এনডিএম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছে। বিএনপির নেতৃত্বে একদফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানেও রক্ত ঝরিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুনভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করে এনডিএম। এতে দল হিসেবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিচার চাওয়া হয়। তবে দুঃখজনকভাবে, নতুন খসড়া আইনে এই ট্রাইব্যুনালের আওতায় সংগঠনের বিচার করার এখতিয়ার দেওয়া হয়নি।”

ববি হাজ্জাজ বলেন, “আমাদের লড়াই থেমে নেই। বাংলাদেশে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, আলেম-ওলামা, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের রক্ত ঝরানো আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো ‘প্রকল্প’ আমরা রক্তের বিনিময়ে প্রতিহত করব।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন ও রাজনীতি থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে আর দেখতে চায় না।”

শেষে তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এনডিএম রাজপথে থাকবে। এখানে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নেই। সরকারের ভেতরে বা বাইরে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিতে হবে। ইনশাআল্লাহ, দেখা হবে রাজপথে, এবং স্লোগান হবে বিজয়ের মিছিলে।”

সায়মা ইসলাম

×