ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

আ. লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে ওপেন করার অবকাশ নেই: জামায়াত আমির

প্রকাশিত: ১২:০৬, ২১ মার্চ ২০২৫

আ. লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে ওপেন করার অবকাশ নেই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই বন্ধ হয়ে গেছে। নতুন করে তা খোলার কোনো সুযোগ নেই।"

শুক্রবার (২১ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আওয়ামী লীগকে নিয়ে দেওয়া একটি পোস্টের মন্তব্যের ঘরে এ কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না’ শিরোনামে দেওয়া ওই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।”

তিনি আরও লেখেন, “প্রিয় সম্মানিত দেশবাসী, আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আমরা পবিত্র রমাদান অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় অতিক্রম করছে।

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে একটি নতুন বাংলাদেশ উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া।”

ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও লেখেন, "বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি— গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত ও পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা। পাশাপাশি, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলো সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরি।”

তিনি আরও বলেন, “জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারই দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই।”

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, "সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের ওপর রহম করুন এবং পরিস্থিতি উত্তরণে সাহায্য করুন। আমীন।”

সায়মা ইসলাম

×