
ছবি: অভিজিৎ রায়
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মানুষ ১৬ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সন্মানের সহিত দায়িত্ব ছেড়ে দেন।
আমাদের বক্তব্য পরিষ্কার। আমার নেতা তারেক রহমান বলেছেন- শেখ হাসিনার মতো সামরিক শাসক, তাকে আমরা পাত্তা দেই নাই। চোখে চোখ রেখে কথা বলেছি- আর আপনারা কোন সাব? মনে রাখবেন, আঙুল একটু বাঁকা করলে এক মিনিটও থাকতে পারবেন না।
এসময় বাবুল আরও বলেছেন, আপনারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন! আরে- মানুষ ১৫ বছর ১৬ বছর ধরে ভোট দিতে পারে না, মানুষ অধিকার ফিরে পায় না, আর আপনারা আসেন গণপরিষদ। আপনারা কী সংস্কার করবেন? সংস্কারের নামে আপনারা কী করছেন আমরা দেখছি না? যা ইচ্ছে তাই করছেন, আর মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় বাবুল ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন ফরিদপুর-৪ আসনের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন , সারা জীবন রাজনীতি করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমার নেত্রী আপসহীন নেত্রী, তিনিও যেমন আপস করেন নাই আমরাও আপস করতে শিখি নাই। দল আমাকে পাঠিয়েছে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলতে। আমিও চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি। আমি ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের ছেড়ে কোন দিন পালিয়ে যাবো না। বেগম খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছি, আপনারা জনগণ সঙ্গে থাকবেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে হাসান শামিমের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক বিএনপি নেতা কর্মী উপস্থিতিতে ইফতার মাহফিল জনসভায় রূপ নেয়।
আঁখি