ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

দেশকে নিয়ে ষড়যন্ত্র বিদ্যমান : জয়নাল আবেদীন শিশির

প্রকাশিত: ০৮:৪৫, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৮:৫২, ২১ মার্চ ২০২৫

দেশকে নিয়ে ষড়যন্ত্র বিদ্যমান : জয়নাল আবেদীন শিশির

ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি  বলেন, বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে দূরদর্শী চিন্তা ও কার্যকর কৌশল নির্ণয়ের মারাত্মক অভাব রয়েছে। এছাড়াও, বাস্তব পরিস্থিতির মধ্যে সমাধান খোঁজার চেষ্টাও কম। এর ফলে দেশ দ্রুত চরম রাজনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

 

জয়নাল আবেদীন শিশির ফরহাদ মজহারের আশঙ্কার পেছনে যুক্তি খোঁজার চেষ্টা করে বলেন, বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব ও আঞ্চলিক পরাশক্তির গভীর ষড়যন্ত্রের ইতিহাস রয়েছে। গত ৫৪ বছর ধরে এমন ষড়যন্ত্রের প্রমাণ রাজনৈতিক ইতিহাসে বিদ্যমান। তিনি বাংলাদেশের ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে সংগ্রাম করে আসছে। দিল্লির বিরুদ্ধে ৫০০ বছর ধরে সংগ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই সংগ্রামের ইতিহাস নতুন নয়। তিনি ফরহাদ মজহারের গাজার পর বাংলাদেশ নিয়ে আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের আশঙ্কা তারও রয়েছে।

 

জয়নাল আবেদীন শিশির বর্তমান সরকারকে বিএনপি-তুষ্টিবাদী সরকার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই সরকার বিএনপির চাহিদা অনুযায়ী কাজ করছে, কিন্তু দেশের মানুষের চাওয়া-পাওয়া মূল্যায়ন করা হয়নি। তিনি বিএনপির দাবিগুলোর উদাহরণ দিয়ে প্রশ্ন তোলেন, এই সরকার কি জনগণের সরকার নাকি বিএনপি-তুষ্টিবাদী সরকার?

 

 

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা। তিনি বিএনপির তিন মহাসচিবের কথা উল্লেখ করে বলেন, তাদের চতুর্থ মহাসচিব হিসেবে দেখা উচিত। তিনি সরকারের সমালোচনা করে বলেন, যারা জনগণের দাবি পূরণ করবে না, তারা জনগণের সাথে প্রতারণা করছে।


সূত্র : https://youtu.be/t5kC-Oz_M6k?si=r1sSJXWEi3TZkpFc

আঁখি

×