
ছবি:সংগৃহীত
বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বিএনপির অবস্থান, সংস্কারের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, "দিনশেষে বিএনপির কাছে সংস্কারের ভবিষ্যৎ অন্ধকার নয়।
আমাদের একজন সিনিয়র নেতার বক্তব্য উদ্ধৃত করেছেন, কিন্তু বিএনপি দল হিসেবে গত এক বছরের আন্দোলনের অংশীজন এবং তার আগের ১৭-১৮ বছরের নিপীড়ন ও নির্যাতনের মধ্যে থেকেও আমাদের মূল দাবি ছিল সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই দাবি আজও অটুট রয়েছে।"
তিনি আরও যোগ করেন, "বিএনপি সবসময় নির্বাচনের জন্য বেসিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। আমরা প্রথম থেকেই চারটি মূল বিষয়ে সংস্কারের কথা বলেছি: জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন। গত ১৭ বছরে দেশের প্রতিটি অংশ ভেঙে পড়েছে, তাই এই সংস্কার ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এই কারণেই বিএনপি এই দাবিতে অটল রয়েছে।"
মাহমুদা হাবিবা বলেন, "এই সংগ্রাম শুধু সাত-আট মাসের নয়, এটি আরও অনেক পুরনো। তবে গত সাত-আট মাসে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন বা বিচার বিভাগে কোনো লক্ষণীয় পরিবর্তন আমরা দেখিনি। নির্বাচন কমিশনে কিছুটা অগ্রগতি দেখা গেছে, তারা আশাবাদী যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। কিন্তু নির্বাচন কমিশন এককভাবে চাইলেই ফেয়ার নির্বাচন সম্ভব নয়, যদি অন্যান্য সংস্কার না হয়। বাংলাদেশের জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গত কয়েক বছরে এতটাই বিকৃতভাবে ব্যবহৃত হয়েছে যে এটি আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে।"
তিনি বিএনপির সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট করে বলেন, "বিএনপি সংস্কারের প্রশ্নে কোনো ধরনের সদিচ্ছার অভাব নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ১৯ তারিখে একটি ইফতার পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় স্পষ্টভাবে বলেছেন, সংস্কার করে আমরা একটি নির্বাচন আশা করছি। তিনি এও বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে জাতি কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এবং জুলাই অভ্যুত্থানের ফসল হাতছাড়া হওয়ার সম্ভাবনা নিয়েও সতর্ক করেছেন।"
মাহমুদা হাবিবা আরও উল্লেখ করেন, "বিএনপি শুধু সংস্কার প্রক্রিয়ার অংশ নয়, বর্তমান সরকারের পেছনে সবচেয়ে বড় ঢাল হিসেবেও দাঁড়িয়ে আছে। জুলাই আন্দোলনের সকল অংশীজন এই সরকারকে সমর্থন দিয়েছেন, এবং বিএনপি এই সরকারকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই।"
তিনি শেষে বলেন, "বিএনপি সবসময় সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকার সুরক্ষিত হবে। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"
আঁখি