ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

যেই মাঠে বিএনপি খেলতে চাচ্ছে সেই মাঠ আ. লীগের জন্য বানানো : সারোয়ার তুষার

প্রকাশিত: ০৫:৩৬, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৪২, ২১ মার্চ ২০২৫

যেই মাঠে বিএনপি খেলতে চাচ্ছে সেই মাঠ আ. লীগের জন্য বানানো : সারোয়ার তুষার

ছবি:সংগৃহীত

সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, কিন্তু এই মাঠ এবং এই খেলার নিয়ম বিএনপির জন্য তৈরি করা হয়নি। এটি আওয়ামী লীগের জন্য তৈরি করা। বিএনপিকে যদি একটি আরও গণতান্ত্রিক মাঠ তৈরি করতে হয় এবং সেখানে নিয়ম বানানোর ক্ষেত্রে নেতৃত্ব দিতে হয়, তবে আমরা তাদের সাথে আছি। কিন্তু বিএনপি সেটা করে নাই। বিএনপি এখন আওয়ামী লীগের প্রতিস্থাপন হতে চাচ্ছে।"

 

 

তিনি আরও উল্লেখ করেন, "এখন যে কানাঘুষা শোনা যাচ্ছে, দিল্লির সাথে বিএনপির যে Alignment, যদি এটা হয়ে থাকে, তাহলে আমি বলব, বিএনপি গত ২০ বছর ধরে দিল্লির কাছ থেকে কিছুই শেখেনি। ভারতীয় সেনাবাহিনীর প্রধানের মন্তব্য এবং ভারতীয় মিডিয়ায় যা বলা হচ্ছে, তা থেকে স্পষ্ট যে ভারত বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনের আগে বলেছিল, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। কারণ, নির্বাচন হলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসতে পারে। বিএনপি এবং জামাতকে তারা একই কাতারে দেখে।"

 

 

সারোয়ার তুষার আরও বলেন, "ভারতের সেনাবাহিনীর প্রধান বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবো না। এখন সাত মাসের ব্যবধানে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে। বিএনপি যেভাবে কথা বলে, দিল্লিও একই ভাষায় কথা বলছে। বিএনপির বক্তব্য এবং দিল্লির বক্তব্যে হুবহু মিল পাওয়া যায়। এমনকি আরাফাত সাহেবের ফেসবুক স্ট্যাটাসেও বিএনপির বক্তব্যের সাথে মিল রয়েছে।"

 

 

তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপিকে ধরা হয়। কিন্তু তারা যদি এখনও গত ২০ বছরের অভিজ্ঞতা থাকার পরেও এই ফাঁদে পড়ে যায়, তবে এটি তাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে একটি বাড়তি মাইলফলক যাচ্ছে না। আমরা কখনোই বলি না যে নির্বাচিত সরকার আসবে না, কিন্তু নির্বাচন মানেই যে গণতন্ত্র, তা আমরা সবসময় চ্যালেঞ্জ করেছি।"

তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, "২০০১ থেকে ২০০৬ এবং ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত যে শাসনামল আমরা দেখেছি, তা কি সত্যিই গণতান্ত্রিক ছিল? ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে শাসনামল ছিল, তা কি সত্যিই গণতান্ত্রিক ছিল? আমরা ভেবেছিলাম, এরশাদের পর বাংলাদেশে আর কখনো সৈরতন্ত্র কায়েম হবে না। কিন্তু ২০০১ থেকে ২০০৬ এবং ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত যে শাসনামল আমরা দেখেছি, তা কি সত্যিই গণতান্ত্রিক ছিল?"

 

 

সারোয়ার তুষার বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, "বিএনপি তাদের ৩১ দফা কর্মসূচিতে ৭০ অনুচ্ছেদ সম্পর্কে বলেছে, 'আমরা ক্ষমতায় গেলে এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।' এই ভাষা থেকে বোঝা যায়, তারা আসলে কিছু বদলাতে চায় না। তারা তাদের সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেবে না।"

সারোয়ার তুষার তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভূমিকা এবং ভারতের প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তার মতে, বিএনপি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবর্তন চায়, তবে তাদের আরও স্পষ্ট এবং দৃঢ় অবস্থান নিতে হবে।

 

সূত্র: https://youtu.be/dZkclZdstmM?si=tZ-OZBf3xCE9fn2H

আঁখি

×