ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

খুব দ্রুতই আমরা বাংলাদেশে ব্যালট বিপ্লব করব: শিশির

প্রকাশিত: ০১:৩৫, ২১ মার্চ ২০২৫

খুব দ্রুতই আমরা বাংলাদেশে ব্যালট বিপ্লব করব: শিশির

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব, জয়নাল আবেদিন শিশির বেসরকারী টেলিভিশনের এক টকশোতে মন্তব্য করেন আমরা মনে করছি খুব দ্রুতই আমরা বাংলাদেশের ব্যালট বিপ্লব করব।


ক্যাম্পাসের শহরের রাজনীতি থেকে গ্রামীণ রাজনীতি আলাদা।গ্রামীণ জনপদকে কতটা টানতে পারবেন বা সম্ভব কিনা এই সময়ের মধ্যে?এমন প্রশ্নের উত্তরে শিশির বলেন,“আমরা যতদিন যাচ্ছি আমরা গ্রামের মানুষের সাড়া বেশি পাচ্ছি।আমরা অলরেডি জেলাগুলোতে আমাদের ইফতার মাহফিল কার্যক্রম করছি। আমরা শহীদ ফ্যামিলির সাথে দেখা করছি।”

শিশির জানান তারা প্রত্যাশা থেকেও বেশি রেসপন্স পাচ্ছেন তৃণমূল থেকে।এনসিপি নির্বাচনে ব্যালট বিপ্লব করবে আশাব্যক্ত করে শিশির জানান,“আমরা মনে করছি খুব দ্রুতই আমরা বাংলাদেশের ব্যালট বিপ্লব করব। ”

এছাড়াও সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিশির বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধ করার থেকে বড় সংস্কার কি আছে বাংলাদেশে? এখন এই মুহূর্তে সবচেয়ে বড় সংস্কার তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা।"

এই সরকার(অন্তবর্তী সরকার) বিএনপি তুষ্টিবাদী সরকার বলে উল্লেখ করে শিশির জানান,বিএনপি চাইছে না আওয়ামীলীগ নিষিদ্ধ হউক, তাই সরকারও আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। বিএনপি যা বলল তাই মেনে নিলেন, আর অন্যান্য পার্টিগুলো যা বলল, দেশের জনগণ যা বলল, রক্ত দিল তার কোন মূল্য নাই?
তিনি আরো বলেন, “বিএনপি এখানে যা বলে এই সরকার তাই শোনে। দেশের মানুষের যে চাওয়া,প্রত্যাশা সেগুলো সরকার মূল্যায়ন করে হয় নাই। "


সূত্র:https://tinyurl.com/2p9ef2b8

আফরোজা

আরো পড়ুন  

×