ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের জন্য অনেক কাজ করেছেন: চুন্নু

প্রকাশিত: ০০:৫৩, ২১ মার্চ ২০২৫

হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের জন্য অনেক কাজ করেছেন: চুন্নু

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যা আজও জনগণের উপকারে আসছে।

তিনি বলেন, “যারা আজ সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, তারাই একসময় বলেছিলেন উপজেলায় ভোট বাতিল করা ভুল হয়েছে। এরশাদ সাহেবের ফর্মুলা ঠিক ছিল, উপজেলায় কোর্ট থাকা দরকার।”

চুন্নু জানান, জাতীয় স্মৃতিসৌধের অবকাঠামো তৈরিতে এরশাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, এরশাদই বর্তমান কাঠামো নির্মাণ করেন।

তিনি বলেন, “শুক্রবার সরকারি ছুটি করা, বিশ্বরোড তৈরি করা, ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বাঁধ নির্মাণ করা—এসব এরশাদ সাহেবের উদ্যোগেই হয়েছে। এছাড়া, জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট ও মনসাফ কোর্ট চালু করেছিলেন। অথচ গণতন্ত্রের দাবিদাররা পরবর্তীতে সেই আদালতগুলো তুলে দেন, যা জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে।”

চুন্নু আরও বলেন, এরশাদ বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করেছিলেন, যাতে মানুষকে দূরে গিয়ে কষ্ট করতে না হয়। তিনি রংপুর, সিলেট, যশোরসহ পাঁচ-ছয়টি জায়গায় হাইকোর্ট স্থাপন করেন, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ন্যায়বিচার পেতে পারে।

এরশাদের শাসনামলে দেশের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে চুন্নু বলেন, “এরশাদ সাহেবের সময় দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা পরবর্তীতে আর কেউ সেভাবে এগিয়ে নিতে পারেনি।”

ভিডিও দেখুন: https://youtu.be/24-RvoMPn3E?si=NfNzRZEGOYc7nuCx

এম.কে.

আরো পড়ুন  

×