
ছবি: সংগৃহীত।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, "আমরা সমর্থন করেছি বলেই সরকার ক্ষমতায় বসতে পেরেছে।" বৃহস্পতিবার (২০ মার্চ) এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "সত্যি কথা হচ্ছে, সরকারের কোনো শক্তিশালী পার্টি নেই। এর মানে, সরকারের কোনো শক্তি নেই। আমরা যে সমর্থন করি, সেটাই সরকারের শক্তি। এর বাইরে সরকারের কোনো শক্তি নেই। আমরা সমর্থন করেছি বলেই সরকার ক্ষমতায় এসেছে। তাই সরকারের জন্য বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। ভালো কাজ করুন, আমরা সমর্থন করছি।"
বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপির জন্য দ্রুত নির্বাচন জরুরি। কারণ, ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারে। আমি চাই দ্রুত ভোট হোক, কারণ তাড়াতাড়ি ভোট হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।"
ড. মোহাম্মদ ইউনুস সম্পর্কে মাহমুদুর রহমান মান্না বলেন, "আমি তাকে বলেছি, ড. ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। সারা বিশ্ব তাকে চেনে। সম্মানের দিক থেকে তিনি কোনো প্রধানমন্ত্রীর চাইতে ছোট নন। তাই তার উচিত দ্রুত নির্বাচন দেওয়া, যাতে তিনি সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন।"
তিনি আরও বলেন, "গণতন্ত্রের স্বার্থে আমাদের এখন নির্বাচনের পক্ষে কথা বলা জরুরি। আমরা কাউকে বিপদে ফেলতে চাই না। আমরা চাই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। আমাদের হাতে সময় কম, তাই ইতিবাচক রাজনীতি গড়ে তুলতে হবে।"
নুসরাত