ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও জনমনে স্বস্তি নেই: রুমিন ফারহানা

প্রকাশিত: ০০:১৭, ২১ মার্চ ২০২৫

পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও জনমনে স্বস্তি নেই: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনায় নিন্দা জানায় মার্কিন প্রশাসন। এই নীতির অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংখ্যালঘু সুরক্ষা উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “বাংলাদেশ সরকার সব স্তরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে, যা আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

ট্যামি ব্রুসের এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “এটি সরকারের জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, যখন তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে কথা বলেন, তখনই ভারতে হিন্দু-মুসলমান দাঙ্গায় প্রায় ৩৪ জন হতাহত হন। অথচ এসব বিষয়ে মার্কিন প্রশাসনের খুব বেশি উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে যখনই রাজনৈতিক পরিবর্তন ঘটে, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবারের পরিবর্তনেও আমরা দেখলাম, মন্দির ও উপাসনালয়ে পাহারা বসাতে হয়েছে। প্রশ্ন হলো, এই পাহারার প্রয়োজনই বা হয় কেন? অতীতে বারবার সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হতে হয়েছে বলেই বাড়তি সুরক্ষার প্রয়োজন হয়।”

নারী অধিকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “গত সাত মাসে নারীদের নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। নারী ফুটবলারদের খেলা বন্ধে বিভিন্ন জেলায় প্রতিবাদ দেখা গেছে, নারীদের পোশাক নিয়ে বিতর্ক হয়েছে, এমনকি কেউ ধূমপান করবেন কি না, তা নিয়েও সামাজিক প্রতিক্রিয়া দেখা গেছে। অথচ পুরুষদের ক্ষেত্রে এইসব বিষয় নিয়ে কখনো এত আলোচনা হয় না।”

সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার মূলত জনতুষ্টিবাদী। সংখ্যাগরিষ্ঠের মতের দিকেই বেশি ঝুঁকে পড়ে। নইলে ৯৪টি মাজার ভাঙার ঘটনায় আজ পর্যন্ত কেন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি?

তিনি আরও বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হলেও জনমনে স্বস্তি নেই। সরকার আপ্রাণ চেষ্টা করছে ঠিকই, তবে জনগণের আস্থা অর্জন করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, তা শুধু পরিসংখ্যানের মাধ্যমে বোঝা সম্ভব নয়। পারসেপশনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ ভয় ও নিরাপত্তাহীনতা সংক্রামক।

ভিডিও দেখুন: https://youtu.be/mTdq_Agq8pI?si=OrUZ8ecAPDcwlHbL

এম.কে.

আরো পড়ুন  

×