
ছবি : জনকণ্ঠ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে বক্তারা কোন স্বৈরাচারী যাতে আর কোনদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সে জন্য সবাইকে সর্তক থাকার আহবান জানানো হয়।
আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়নের সম্মানসেন জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০২ আসনে (সালথা, নগরকান্দা) মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী সোহরাব হোসেন। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মিজানুর রহমান, জেলা জামায়াত নেতা জাহাঙ্গীর মোল্লা প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন- ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের হাত হতে দেশবাসী মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আর কোন স্বৈরাচার যেন রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে ও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ দেশ গঠনের কাজে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। পরিশেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অভিজিৎ রায়/মো. মহিউদ্দিন