ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাঁশখালী

নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিনজন গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম:

প্রকাশিত: ২০:৫৫, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২০:৫৬, ২০ মার্চ ২০২৫

নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিনজন গ্রেফতার 

বাঁশখালী থানা পুলিশের অভিযানে আটক নাশকতা মামলার তিনজন পলাতক আসামি/ ছবি: জনকণ্ঠ

চলমান বিশেষ অভিযানে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা, বাহারচডা ও চাম্বল ইউনিয়নে অভিযান চালিয়ে নাশকতা মামলার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার   (২০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করে বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতা ও হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের আবদুল গনির পুত্র আলি আকবর (৩৫) ও বাহারচডা ইউপির পশ্চিম ছাপাছডি এলাকার নুরুল আবচারের পুত্র মোঃ মোস্তাকিম শিপন (২৬) ও চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের ছৈয়দ আহমদের পুত্র ছগীর মাহমুদ (৩০)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া নাশকতাকারী ও দাগী অপরাধীদের ধরতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

জোবাইর চৌধুরী/মো. মহিউদ্দিন

×