ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

“মাইনরিটিদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র”

প্রকাশিত: ২০:৪০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২০:৪১, ২০ মার্চ ২০২৫

“মাইনরিটিদের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র”

ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার এক সাবেক কর্মকর্তার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর, এই ইস্যুতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলো প্রশংসনীয়। আমরা আশা করি, বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় এ ধারা অব্যাহত থাকবে।"

এর আগে, ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন। তার সেই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী দেশ, যেখানে সকল ধর্মের মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত করা হয়।"

এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, "যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের জন্য ইতিবাচক একটি বার্তা।"

সূত্র : https://www.facebook.com/share/v/163yKu9o75/

আসিফ

×