ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

গুম খুন আয়নাঘর, ভোটাধিকার হরনের সহযোগী জাতীয় পার্টি : ডা. ইরান

প্রকাশিত: ১৯:৫৪, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৯, ২০ মার্চ ২০২৫

গুম খুন আয়নাঘর, ভোটাধিকার হরনের সহযোগী জাতীয় পার্টি : ডা. ইরান

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের দালাল ও দোসরা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছরে যতো গুম খুন আয়নাঘর, ভোটাধিকার হরন, মানবাধিকার বিপন্ন ও লুটপাটের প্রধান সহযোগী জাতীয় পার্টি। আওয়ামী লীগের ন্যায় জাতীয় পার্টিকেও রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি গনহত্যার দায় এড়াতে পারেনা। অবিলম্বে জাতীয় পার্টি শীর্ষনেতাদের আইনের আওতায় আনতে হবে।

ডা. ইরান বলেন, ধর্মীয় মুল্যবোধ জাগ্রত ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। কারন ধর্ম মানুষকে নৈতিক ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয়। সত্য মিথ্যার পার্থক্য বুঝতে শিখায়। দুনিয়ার সকল ধর্মই মানুষকে ভালো কাজের উৎসাহ ও খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তাই লেবার পার্টির ধর্মীয় মুল্যবোধের আলোকে ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে। লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের আদর্শ ও ভাতৃত্ববোধ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

আজ (বৃহস্পতিবার) এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোঃ ওয়ালিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, দলটির নেতা  মোঃ ওবায়দুল হক,সুলতান আহমদ রানা,  শহিদুল ইসলাম,  মোঃ সাকিল মাহমুদপ্রমুখ।

×