
ছবি: গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি
ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম (৫৭) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে বেলা ১২টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কাশেম জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন,বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।
নিহতের স্ত্রী বলেন,আমার স্বামী মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন। বাড়ি থেকে পাকা সড়কে ওঠার পর সেখানেই কোপিয়ে আহত করছে। তখন মারা যায়নি। তখন পাশের বাড়ির একজন ডাকে, ভাবি ভাইকে মেরে ফেলল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছি। তখন যারা মেরেছে তাদের নাম বলে যায়। তারা হলেন-আব্দুল জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর, মালেক।
গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানসহ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
শিলা ইসলাম