ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সদরপুর উপজেলা বিএনপির কমিটির উপর থেকে স্থগিতাদেশ  প্রত্যাহার করা হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ১৯:০২, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:০৫, ২০ মার্চ ২০২৫

সদরপুর উপজেলা বিএনপির কমিটির উপর থেকে স্থগিতাদেশ  প্রত্যাহার করা হয়েছে

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ (২০মার্চ) বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়। গত প্রায় ৩ মাস পূর্বে এ কমিটি স্থগিত করা হয়েছিল।

স্থাগিতাদেশ প্রত্যাহার এর খবর ছড়িয়ে পড়লে সদরপুর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোস্যাল মিডিয়ায় এ আদেশের চিঠি ছড়িয়ে পড়ে।

সদরপুর উপজেলা কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান বদুকে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম কবির মোল্যা কে সদস্য সচিব করা হয়েছিল ।

স্থগিতাদেশ প্রত্যাহার এর ব্যাপারে কাজী বদরুতজামান বদু বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপি করে আসছি। জীবনের উপর দিয়ে ঝড়ঝাপ্টা কম যায়নি। কিন্তু দলের দুঃসময়ে কাজ করেছি। আগামীতেও কাজের ধারা অব্যাহত থাকবে। দলের এই সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে করে আমাদের জাতীয়তাবাদের শক্তি আরও উজ্জীবিত হবে।

কমিটর সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা বলেন, অন্যায়, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি দলের দুঃসময়ে। অপরাধ ছিলো শুধু বিএনপি করি বলে। আজ দল থেকে মূল্যায়িত হচ্ছি। আগামীতে দলের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করবো। দেশনেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই।

অভিজিৎ রায়/ মেহেদী হাসান

×