
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদকে ঠেকাতে তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঠেনঠেনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের পর ফ্যাসিবাদ মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই অর্জনের জন্য বিএনপির বহু নেতাকর্মীকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। অনেক লোককে প্রাণ দিতে হয়েছে। আমরা চাই ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেজন্য বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সজিব