
ছবি:সংগৃহীত
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, বলেন:
"আমরা আগের থেকেই জামায়াতে ইসলামীর নির্বাচন নিয়ে যে অবস্থান আমাদের সম্মানিত আমির জামায়াত বলে আসছেন, আমাদের সব নেতৃবৃন্দ একই অবস্থানে আছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর বা ঘন্টা কখনো বেঁধে দেইনি।
আমাদের কাছে সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, নির্বাচনটি নিরপেক্ষ হবে কিনা। নির্বাচনটি ১৪, ১৮ বা ২৪ তারিখের মধ্যে হলে কি হবে, যদি আবার ছয় মাস বা পাঁচ বছর দেরি করে, তো কোনো লাভ নেই। এজন্য আমরা বলেছি যে, ১৫ বছর একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তবে সে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গিয়ে যদি ন্যূনতম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার, জামায়াতে ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। সেটা হতে পারে আমাদের চিফ অ্যাডভাইজার যেমন বলেছেন, বা সরকারের পক্ষ থেকে কয়েক রকম কথা বলেছে। কেউ বলছেন ডিসেম্বর, কেউ বলছেন মার্চ, কেউ বলছেন জুন, কেউ বলছেন ১৮ মাস।
যেটাই হোক, তাদের টেন্টেটিভ আইডিয়ার মধ্যেও যদি তারা সংস্কারগুলো করে নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, আমরা তো তিন মাস বেঁধে তাদেরকে কোনো বায়াসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি, দুই-এক মাস আগে-পরে চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটি নিরপেক্ষ হবে কিনা। সেটা করতে যে কাজটুকু প্রয়োজন, সেটা যেন হয়।
এটার জন্য জামায়াতে ইসলামীর মতামত হলো, আমরা কোনো ডেটলাইন বা ডেডলাইন সরকারকে ঘোষণা করতে বলিনি। সংস্কার পরবর্তী নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকারের। এটাই আমরা দাবি করছি। সংবিধান থাকতে চাই, সংবিধানের পরিবর্তন চাই।"
আঁখি